পাকুন্দিয়া বাজার বণিক সমিতির নির্বাচন আজ রাত পোহালেই আগামীকাল বৃহ:বার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে।
উক্ত নির্বাচনে পরিচালনা কমিটির বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বেশ কয়েকজন প্রার্থী। বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী ওমর ফারুক মজলিশ, হরিণ প্রতিক ও শহীদুজ্জামান স্বাপন, চেয়ার প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করবেন
সাধারণ সম্পাদক পদে তাজুল ইসলাম সাগর হেলিকপ্টার ও মুফতি মাহমুদুল হাসান, গোলাপ ফুল প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাংগঠনিক সম্পাদক মো: লিটন মিয়া, মোটর সাইকেল প্রতিক ও মাহমুদুল হাসান রাসেল, আনারস প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
কাল সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৪:০০ পর্যন্ত পাকুন্দিয়া উপজেলা পরিষদে এ ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। মোট ৫৯৫ জন ভোটার তাদের সমর্থন ব্যালট পেপারে মাধ্যামে জানাবেন। এ নির্বাচনে রিটার্ণিং অফিসার হিসাবে থাকার কথা ররয়েছে পাকুন্দিয়া উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা জনাব ডা. আনোয়ার হোসেন।