শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ বছরেও শেষ হয়নি মহিষবেড় – গোলাঘাটা রাস্তার কাজ
/ ১৭৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০, ৭:২৭ অপরাহ্ণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কুমরী ব্রীজ- মহিষবেড় থেকে গোলাঘাটা ব্রীজ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা প্রশস্ত ও উন্নতিকরণের কাজ দীর্ঘ তিন বছরেও শেষ হয়নি। এবং এ রাস্তায় ক্রংক্রিট ফেলে রাস্তার কাজ বন্ধ রাখায় নানা দুর্ভোগে আছে জনসাধারন। ভোগান্তিতে পড়েছেন রাস্তার পাশের বসবাসকারী, ব্যবসায়ী, পথচারি ও চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা। এদিকে কাজে অনিয়ম ও সময় মতো রাস্তার কাজ শেষ না হওয়ায় ঠিকাদারী প্রতিষ্ঠান টেকবে ইন্টারন্যাশনালের কাজের দরপত্র বাতিল করে দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

কুমরী ব্রীজ – মহিষবেড় থেকে গোলাঘাটা ব্রীজ পর্যন্ত এ রাস্তাটি জনগুরুত্বপূর্ণ। এই দুইটি রাস্তার মাধ্যমে সড়ক পথে গোলাঘাটার সাথে পাকুন্দিয়ার এবং কটিয়াদি -কিশোরগঞ্জের একমাত্র যোগাযোগ পথ। এছাড়া রাস্ত‍াটির পাশ দিয়ে রয়েছে কৃষিজমি, সিঙ্গুয়া নদী, স্কুল, মসজিদ, মাদরাসা, ব্যবসা প্রতিষ্ঠান, বসতবাড়ীসহ বিভিন্ন স্থাপনা। ২০১৭ সালের ৩০সেপ্টেম্বরে রাস্তা প্রশস্ত ও উন্নতিকরণের কাজ শুরু হওয়ার ৩৮ মাসেও শেষ হয়নি উন্নয়ন কাজ। এদিকে এখনও রাস্তার কিছু অংশে ফেলা হয়নি খোয়া। কার্পেটিং তো দুরের কথা।

এছাড়া দীর্ঘদিন রাস্তাটির কাজ বন্ধ থাকায় বর্ষায় রাস্তা ধসে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। যে কারণে এ রুটে চলাচলকারী ছোট যানবাহন থ্রী হুইলার, অটোরিকসা, ভ্যান ঝুকি নিয়ে চলাচল করছে এবং অনেক সময় দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে তাদের গন্তব্যস্থলে।

পাকুন্দিয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সুত্রে জানা গেছে, সড়ক প্রশস্ত ও উন্নতিকরণ প্রকল্পের আওতায় পাকুন্দিয়ার বাহরাম খানপাড়া টু পোড়াবাড়ীয়া মেলা বাজার পর্যন্ত দেড় কিলোমিটার এবং পাটুয়াভাঙ্গা ইউপির কুমরী ব্রীজ- মহিষবেড় থেকে গোয়াঘাটা ব্রীজ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার কাজ শুরু হয় ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর এবং কাজ দুটি পায় ঠিকাদারী প্রতিষ্ঠান টেকবে ইন্টারন্যাশনাল।

ক্রংকিট ফেলে কাজ বন্ধ রাখায় রাস্তায় চলাচলে চরম দূর্ভোগ

ঠিকাদারী প্রতিষ্ঠান টেকবে ইন্টারন্যাশনাল ও সড়ক বিভাগের উদাসিনতায় দীর্ঘ তিন বছরেরও কাজ শেষ হয়নি। তাই দ্রুত সময়ের মধ্যে রাস্তার কাজ সম্পূর্ণ দাবি জানান স্থানীয় জনসাধারন। টেকবে ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী হুমায়ুন কবির কে একাধিক বার মোবাইলে ম্যাসেজ এবং কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি। পাকুন্দিয়া উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকৌশলী মোঃ হাবিবুল্লাহ বলেন, কাজে অনিয়ম ও নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে না পাড়ায় টেকবে ইন্টারন্যাশনালে কাজের দরপত্র বাতিল করা হয়েছে। নতুন করে আবার দরপত্র আহব্বান করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ