সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদককে অব্যাহতি
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল লতিফ বিশ্বাস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপিকে স্বীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আজ রোববার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশক্রমে ও দলীয় গঠনতন্ত্র মোতাবেক এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত জেলার সহ সভাপতি কে এম হোসেন আলী ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ