আফগানিস্তানের রাজধানী কাবুলের আবাসিক এলাকায় কয়েকটি রকেট হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। রকেট হামলায় আরও ৩১ জন আহত হয়েছেন। গতকাল সকালে কাবুলে কূটনৈতিক এলাকার কাছে ওই হামলা হয়। হিন্দুস্তান টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছে, কাবুলের কূটনৈতিক এলাকা গ্রিন জোনের কাছে শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটে। গ্রিন জোনে মার্কিন দূতাবাসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ কার্যালয় রয়েছে
নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, রাজধানী কাবুলের একাধিক জায়গায় শক্তিশালী রকেট বিস্ফোরণের ঘটনা ঘটে। একে ‘ম্যাগনেটিক’ বিস্ফোরণ বলছেন অনেকে। আফগান স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বোমা বিস্ফোরণে এখন পর্যন্ত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩১ জন। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দেশটির আন্তঃমন্ত্রণালয়ের কর্মকর্তা তারিক আরিয়ান বলেছেন, কাবুলের ১৪টি স্থানে রকেট বিস্ফোরণ ঘটে। বিস্ফোরিত স্থানগুলোর মধ্যে একটি বিশ্ববিদ্যালয় এবং একটি শপিং মলও রয়েছে।
আফগান পুলিশের মুখপাত্র ফেরদৌউস ফারামার্জ জানিয়েছেন, কাবুলের বোমা বিস্ফোরণে বেশ কিছু ভবন এবং গুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় একটি পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলেই এক পুলিশ কর্মকর্তা প্রাণ হারান। রকেট হামলায় বিধ্বস্ত কাবুলে চলছে বিশেষ বাহিনীর অভিযান। তাদের সঙ্গে যোগ দিয়েছেন দেশটির সেনা সদস্যরাও।