স্টাফ রিপোটার: কিশোরগঞ্জ সদর বিন্নাটির সাবেক ছাত্রনেতা, প্রিন্সিপাল এম এ হান্নান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীর পক্ষ থেকে দেওয়া হয় গণসংবর্ধনা।
আজ শনিবার (২১ অক্টোবর) কিশোরগঞ্জ সদরের বিন্নাটি ইউনিয়নের দনাইল সরকারি প্রাথমিক স্কুল মাঠে কিশোরগঞ্জ সচেতন নাগরিক ফোরামের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: শরিফুল ইসলাম শরীফ।
সদ্য ঘোষিত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জের কৃতী সন্তান, সাবেক ছাত্রনেতা, প্রিন্সিপাল এম এ হান্নানকে দনাইল এলাকাবাসি ও ইউনিয়ন আওয়ামী অঙ্গ সংগঠনের আয়োজনে এ গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিন্নাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি , ইউনিয়নের চেয়ারম্যান আজাহরুল ইসলাম বাবুল,কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষক লীগের সহ সভাপতি আক্তারুজ্জামান শিপন, সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন ফকির।
উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছা সেবক লীগের সহ দপ্তর সম্পাদক জিয়াউল হক বাতেন এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।