
দীর্ঘ ১৯ বছর পর আজ অনুষ্ঠিত হলো পাকুন্দিয়া পৌর আওয়ামীলীগের কর্মী সমাবেশ। পাকুন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে কর্মী সভায় মিছিলে মিছিলে নেতা কর্মীরা এসে যোগ দেন।
আজ শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ দুলাল মিয়ার সভাপতিত্বে, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান আতিথি ছিলেন সাবেক আইজিপি, সচিব, কিশোরগঞ্জ -২ (কটিয়াদি – পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক কমান্ড বীরমুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ হুমায়ুন কবির, পাকুন্দিয়া উপজেলা পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েল, সুখিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ হামিদ টিটু, পাকুন্দিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জসিম উদ্দিন, জেলা শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি নাজমুল হক দেওয়ান, সহ সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তৃণমূলের নেতাকর্মীরা স্থানীয় সাংসদকে জানান দীর্ঘ ১৯ বছর কোন কমিটি না হওয়ায় নেতৃত্ব শূন্য পৌরসদর, ইউনিয়ন সহ উপজেলা আওয়ামীলীগ। তারা দ্রুত সৃজনশীল কমিটি করার আহবান জানান।