৫০ লাখ ভিউর মাইলফলক হলো নিশো ও মেহজাবিনের ‘সানগ্লাস’
মাসুদ উল হাসানের প্রযোজনায় মোশন রক এন্টারটেইনমেন্ট ব্যানারে নির্মিত ‘সানগ্লাস’ নাটকটি গত ৫ নভেম্বর মোশন রক এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। প্রকাশের পর নেট দুনিয়ায় আলোড়ন তোলে ‘সানগ্লাস’।
মাত্র ১১ দিনেই নাটকটি অতিক্রম করে ৫০ লাখ ভিউর মাইলফলক।
এতে অভিনয় করেছেন রোমান্টিক তারকা জুটি আফরান নিশো ও মেহজাবিন। তাদের নাটক মানেই প্রেম, রোমান্সে ভরপুর- এটা রীতিসিদ্ধ! বিস্ময়ের বিষয় হলো, এই জুটি থাকা সত্ত্বেও ‘সানগ্লাস’ নামের একটি নতুন নাটকে প্রেমের ছিটেফোঁটাও নেই!
এমনটাই জানালেন আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমি। নতুন এই নাটক নিয়ে এই নির্মাতা বলেন, ‘নাটকে রোমান্স বা প্রেমের ‘প’-ও নেই। আছে ভরপুর কমেডি!। নাটকে নিশো-মেহজাবিন ছাড়াও বাড়তি চমক হিসেবে আছেন অভিনেতা জিয়াউল হক পলাশ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ