ওসি সারোয়ার জাহান ও সহকারি ভূমি কমিশনার একেএম লুৎফুর রহমানের পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব নাহিদ হাসান
বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন শাহনাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শারমিন শাহনাজ জানান, গত ১৮ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হাসানের নমুনা সংগ্রহ করে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার রাতে প্রাপ্ত রিপোর্টে ইউএনও মোঃ নাহিদ হাসানের করোনা পজেটিভ হওয়ার বিষয়টি জানা গেছে। আক্রান্ত ২ জনই হোম আইসোলেশনে আছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে তাদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, অদ্যবদি এ উপজেলায় মোট ১৭৪ জনের করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৬৪ জন। মৃত্যু হয়েছে ৩ হন। এখনো ৭ জন করোনা পজেটিভ আছে।