জ্বালাই মশাল মানবমনে
আকিব শিকদার
কত কথাই তো ভাসে বাতাসে। কাজে আসার যোগ্যটুকু
গ্রহণ করে অবশিষ্ট কথা না শোনাই বিজ্ঞ লোকের ধর্ম
কানকে কখনো চালুনের মতো করো না। ময়দাকে ফেলে
চালুন ভুষি উচ্ছিষ্টকে ধরে রাখে। আনন্দময় জীবন যদি চাও
অল্পে তুষ্ট হও। বাদ দাও অপ্রয়োজনে মানুষের সংশ্রব।
আড়াল করে রাখতে শেখো নিজেকে। মানবসঙ্গ পরিহার,
রিপুর চাহিদা দমন, পার্থিব সম্পদের মোহমুক্তিই
হৃদয়-মন পবিত্র রাখার ব্যবস্থা করে। ফেরাও দৃষ্টিকে
সমস্ত নিষিদ্ধ দৃশ্য থেকে। বিবেক অনুমোদন করে না
এমন কথা মুখে করো না উচ্চারণ। মনের মধ্যে দিও না
বিদ্বেষের স্থান। অন্তরকে রাখো অশালীন চিন্তা থেকে মুক্ত
তোমার চাইতে সুখী কেউ হবে না। সুনামের মোহ
অহংকারের প্রথম ধাপ, মানুষকে যা ধ্বংসের মুখে ঠেলে।
সূচের অগ্রভাগ দিয়ে খুচিঁয়ে পাহাড় ধসিয়ে দেওয়ার চেয়ে
আত্মজ-অহংকার অপসারণ দুঃসাধ্য। অভিযোগ থেকে
জিহ্বাকে বিরত রাখো, পাবে শত্রুবিহীন জিন্দেগী। চলো ভাই
জ্বালাই মশাল মানবমনে। আজ এক হৃদয়ে জ্বাললে আলো
কাল তা ছড়াবে হৃদয় থেকে হৃদয়ে। খুঁজো না অপরের খুঁত,
নিজের চোখে গাঁথা আলপিনটিকে উৎপাটন করো আগে
তবেই অন্যের চোখের কাচপোকাটা বের করতে পারবে।
কবি পরিচিতি
আকিব শিকদার
শিকদার নিবাস
৮৪২/২ ফিসারি লিংক রোড
হারুয়া, কিশোরগঞ্জ।
ঊসধরষ : ধশরনংযরশফবৎ৩৩৩@মসধরষ.পড়স
মোবাইল : ০১৯১৯৮৪৮৮৮৮
রচিত বই :
কাব্য গ্রন্থ : কবির বিধ্বস্ত কঙ্কাল (২০১৪), দেশদ্রোহীর অগ্নিদগ্ধ মুখ (২০১৫) কৃষ্ণপক্ষে যে দেয় উষ্ণ চুম্বন (২০১৬), জ্বালাই মশাল মানবমনে (২০১৮)।
শিশুতোষ : দোলনা দোলার কাব্য (প্রকাশিতব্য)
আকিব শিকদার। জন্ম কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানাধীন তারাপাশা গ্রামে, ০২ ডিসেম্বর ১৯৮৯ সালে। প্রফেসর আলহাজ মোঃ ইয়াকুব আলী শিকদার ও মোছাঃ নূরুন্নাহার বেগম এর জ্যেষ্ঠ সন্তান। স্নাতক পড়েছেন শান্ত-মরিয়ম ইউনিভার্সিটি থেকে ফ্যাশন ডিজাইন বিষয়ে। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে স্নাতক ও স্নাতোকোত্তর। খন্ডকালীন শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু; বর্তমানে প্রভাষক হিসেবে আছেন এ্যাপারেল ইন্সটিটিউট অব ফ্যাশন এন্ড টেকনোলজিতে।
কবির বিধ্বস্ত কঙ্কাল (২০১৪), দেশদ্রোহীর অগ্নিদগ্ধ মুখ (২০১৫), কৃষ্ণপক্ষে যে দেয় উষ্ণ চুম্বন (২০১৬), জ্বালাই মশাল মানবমনে (২০১৮) তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। “দোলনা দোলার কাব্য” তার প্রকাশিতব্য শিশুতোষ কবিতার বই। সাহিত্য চর্চায় উৎসাহ স্বরুপ পেয়েছেন “হো.সা.স. উদ্দীপনা সাহিত্য পদক”, “সমধারা সাহিত্য সম্মাননা”, “মেঠোপথ উদ্দীপনা পদক”। লেখালেখির পাশাপাশি সঙ্গীত ও চিত্রাংকন তার নেশা।