যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হলেন (কিশোরগঞ্জ-২ পাকুন্দিয়া কটিয়াদি) আসনের সাবেক এমপি পুত্র তৌফিকুল হাসান সাগর
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গতকাল শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকা যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের কাছে হস্তান্তর করেন।
নবনির্বাচিত এ কমটির সদস্য নির্বাচিত হয়েছেন পাকুন্দিয়ার তৌফিকুল হাসান সাগর। তিনি পাকুন্দিয়া – কটিয়াদি আসনের সাবেক সাংসদ এ্যাডভোকেট সোহরাব উদ্দিনের পুত্র। তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য ও সহ-সভাপতি ছিলেন। তৌফিকুল হাসান সাগর যুবলীগের নবগঠিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জ পাকুন্দিয়া সহ তার শুভাকাঙ্খীরা তাকে সোশ্যাল মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন।