মো. স্বপন হোসেন, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলাধীন চিলাকাড়া রাশিদিয়া বালিকা দাখিল মাদরাসায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (রবিবার) সকাল ১১ ঘটিকার সময় শ্রেণি কক্ষ সম্প্রসারণ নির্মাণ প্রকল্পের বাস্তবায়ন কর্যক্রম নিয়ে জনগণকে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় পাকুন্দিয়া-কটিয়াদি উপজেলার ব্রাক এনজিওর ফিল্ড অফিসার হাফিজ খানের সঞ্চালনায় চিলাকাড়া রাশিদিয়া বালিকা দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুল কুদ্দুসের সভাপতিত্ব প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, কমিটির সদস্যবৃন্দ ও জনগণকে অবহিতকরণ করেন পাকুন্দিয়া উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. মহসিন মিয়া।
এসময় তিনি চলতি মাসেই শ্রেণি কক্ষ সম্প্রসারণ নির্মাণ প্রকল্পের কার্যক্রমের মাধ্যমে চারতলা বিশিষ্ট ভবনের ফাউন্ডেশন দিয়ে একতলা সম্পন্ন হবার আশ্বাস দেন।
এবিষয়ে অত্র প্রতিষ্ঠানের মৌলভী শিক্ষক, আইসিটি ফোরই কিশোরগঞ্জ জেলা এম্বাসেডর, বাংলাদেশ অনলাইন মাদরাসার এডমিন মো. নাজমুল হক জানান, শ্রেণি কক্ষে শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকায় আমরা দীর্ঘ দিন ধরেই কষ্টের সাথে পাঠদান করে আসছি। এখন শ্রেণি কক্ষটা সম্প্রসারণ হলে আমরা সহ শিক্ষার্থীরা খুবই উপকৃত হব। সেই সাথে এলাকাবাসী এবং অভিভাবকবৃন্দ সন্তুষ্টি প্রকাশ করেন।
এসময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ ব্র্যাক এনজিওর প্রতিনিধি হারুন অর রশিদ, প্রতিষ্ঠানের সভাপতি মো. আব্দুল কুদ্দুস, সুপার মো. আনোয়ার হোসেন, সহ-সুপার মো. আজহারুল ইসলাম, মাওলানা আব্দুল মোমেন ও মো. টিটু মিয়া প্রমুখ।