আশরাফুল হাসান মোরাদ : পাকুন্দিয়ার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদীতে কালভার্ট ভেঙ্গে পথচলায় জনদূর্ভোগ দেখা দিয়েছে। ভোগান্তিতে আছে দুই উপজেলার (পাকুন্দিয়া -কটিয়াদি) কয়েক হাজার মানুষ।
মসূয়া বাজার হতে ভূঞাবাজার হয়ে পাকুন্দিয়া সংযোগের সড়কটির সালুয়াদী গ্রামের শহর উল্লাহ প্রধানের বাড়ির সামনের কালভার্টটি গত ০৯ আগস্ট রবিবার একটি মালবাহী ট্রাক মালভর্তি অবস্থায় যাবার সময় ভেঙ্গে যায়।
কালভার্টটি ভেঙ্গে যাওয়ায় এলাকাবাসীর যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিকল্প রাস্তা দিয়ে যানবাহন চলাচলে সেটিও এখন চলাচলের অঅনুপযোগী হয়ে যাচ্ছে। তাই যে কোন ধরণের দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা রয়েছে।
স্থানীয় ব্যাক্তিবর্গ কালভার্টটি পুন:নির্মাণের জন্য বুরুদিয়া ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হুদা রুবেলের সাথে যোগাযোগ করলে তিনি দ্রুত সংস্কারের আশ্বাস দিলেও বিগত তিন মাসে দৃশ্যমান কিছু চোখে পড়েনি। স্থানীয় জনসাধারন দ্রুত কালভার্টটি সংস্কারে পথচলার স্বাভাবিকতা ফিরিয়ে আনতে দ্বায়িত্বশীদের সুদৃষ্টি কামনা করছেন।