আশরাফুল হাসান মোরাদ :
আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউট সংলগ্ন ধানের জমিতে (আনুমানিক ২০/২২) বছরের এক তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,আজ দুপুরের দিকে ধানের জমিতে একজন নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কটিয়াদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, মেয়েটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে স্কুল সংলগ্ন ফসলি মাঠে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। তার সাথে একটি হাতব্যাগ ও ব্যাগে একটি বোরকা পাওয়া গেছে। অজ্ঞাত এ তরুণীর নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।