বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী শান্তিতে নোবেল পেতে পারেন – স্বরাষ্ট্রমন্ত্রী
/ ১৬৯ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০, ১২:৪০ অপরাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন সন্ত্রাসবাদ দমনে বিশ্ব নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করছেন। তিনি শান্তির জন্য নোবেল পেতে পারেন। আমরা সেই অপেক্ষায় আছি।

গতকাল (১২ নভেম্বর) বৃহস্পতিবার চট্টগ্রামের বাঁশখালী পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে আসাদুজ্জামান খান এসব কথা বলেন। বেলা আড়াইটার দিকে র‍্যাব ৭ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে খুলনা থেকে আগে আত্মসমর্পণকারীদের নিয়ে অনলাইনে যুক্ত হয় র‍্যাব ৬ ও ৮।

অনুষ্ঠানে চট্টগ্রামের বাঁশখালী এবং কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া ও পেকুয়া উপজেলার ১১টি দস্যুবাহিনীর ৩৪ জন সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেন। এ সময় দস্যুরা আসাদুজ্জামান খানের হাতে ৯০টি দেশি-বিদেশি অস্ত্র ও ২ হাজার ৫৬টি গুলি তুলে দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অগ্রগতির সাথে সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতির জন্য দস্যু ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে। তবে যাঁরা ভুল স্বীকার করবেন, তাঁদের পুনর্বাসন করা হবে। আর্থিক সহায়তা হিসেবে তাঁদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ