আকিবুর রহমান : গ্রাহক সেবার মান উন্নয়নে পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের শিমুলিয়া বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাকিং শাখা উদ্বোধন করা হয়েছে। আজ ১২ নভেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৩:০০ টায় অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জোন ময়মনসিংহ জনাব বাসির আহাম্মেদ ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কটিয়াদি শাখা প্রধান ও এডিপি খন্দকার আমিরুল ইসলামের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন নূর ফার্নিচার গ্যালারির সত্বাধিকারী সাইদুজ্জামান। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ময়মনসিংহ জোন প্রিন্সিপাল মো: আ: আওয়াল, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কিশোরগঞ্জ শাখা প্রধান মোসলেহ উদ্দিন, পাটুয়াভাঙ্গা ইউপি আওয়ামীলীগ সভাপতি মুজিবুর রহমান, জালাল উদ্দিন বাচ্চু, আরফান উদ্দিন প্রমুখ।
শিমুলিয়া ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং শাখার অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম বকুলের সঞ্চালনায় প্রোগ্রামে স্থানীয় গণমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এজেন্ট শাখার কতৃপক্ষ জানান, আমাদের প্রত্যন্ত অঞ্চলে আর্থিক লেনদেন, বৈদেশিক টাকা উত্তোল সহ ব্যাংকিং কার্যক্রমের তেমন কোন সু-ব্যবস্থা না থাকায় তাদের সুবিধার কথা চিন্তা করে এই এজেন্ট ব্যাংকিং শাখা চালু করেছি। এই শাখা চালু হওয়ার মধ্য দিয়ে এলাকার সর্বসাধারন তড়িৎ গতিতে ব্যাংকিং সুবিধা পাবে বলে আমরা বিশ্বাস করি।