পাকুন্দিয়ায় ইউনাইটেড ট্রাস্ট কর্তৃক নির্মাণ হচ্ছে এম এ বারি স্বাস্থ্য কমপ্লেক্স
আশরাফুল হাসান মোরাদ : পাকুন্দিয়া উপজেলাধীন এগারসিন্ধুর ইউনিয়নের অর্ন্তগত মঠখলায় দাতব্য প্রতিষ্ঠান ইউনাইটেড ট্রাস্ট কতৃক নির্মাণ হচ্ছে এম এ বারি স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী নিজস্ব ভবন।
বর্তমানে হাজী জাফর আলী কলেজের একটি ভবনের ফ্লোর নিয়ে চিকিৎসা সেবা চলছে।
নির্মানাধীন নতুন ভবনটি এগারসিন্ধুর ইউনিয়নের চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন আসিয়া বারি আর্দশ বিদ্যালয়ের পাশেই নির্মান হচ্ছে এ ভবনটি। ইউনাইটেড টাষ্টের ক্রয়কৃত ৭০.৬৩ কাটা (৩.৫৩ বিঘা)জমির ওপর নির্মিত হচ্ছে এ নির্মাণাধীন ভবনটি।
ইউনাইটেড ট্রাস্ট কতৃক নির্মিত এ ভবনটি চলতি বৎসরের ২০ শে ফেব্রুয়ারী ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উল্ল্যেখ্য, ইউনাইটেড ট্রাস্ট একটি দাতব্য প্রতিষ্ঠান। সামাজিক সেবামূলক বেশ কিছু কার্যক্রমের তারা অংশিদ্বারিত্ব হয়েছেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ