কিশোরগঞ্জে ৪৮ পাউন্ড কেক কেটে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় কিশোরগঞ্জ শহরের শহীদী মসজিদ সংলগ্নে জেলা যুবলীগের সদস্য,কিশোরগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সামিউল হাসান চৌধুরী লিমন এর উদ্দোগে এ মিলাদ মাহফিল, আলোচনা সভা, বৃক্ষ বিতরণ ও ৪৮ পাউন্ড কাটা হয়।
এ আলোচনা সভায় জেলা যুবলীগের সদস্য সামিউল হাসান চৌধুরী লিমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, পাকুন্দিয়া পৌর যুবলীগের সদস্য হুমায়ুন কবির, জেলা কৃষকলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরী, জেলা যুবলীগ নেতা রেজাউল আলম রাসেল, নয়ন চৌধুরী প্রমুখ। এ
সভায় বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগদান করেন। প্রতিষ্ঠাবার্ষিকী সভা পরিচালনা করেন, শাকিল মাহমুদ।