পাকুন্দিয়ার এগারসিন্দুরে ৩০পিচ ইয়াবাসহ গ্রেফতার হওয়া দুই মাদক বিক্রেতাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮এর ৩৬(১)এর ১০(ক)/৪০ধারায় মামলা রুজু করে আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
গত সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার থানাঘাট সংলগ্ন এলাকা থেকে তাদের দুজনকে গ্রেফতার করে পাকুন্দিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরখামা গ্রামের নাছির উদ্দিনের ছেলে শরীয়ত উল্লাহ (৩৮) ওরফে দুদু এবং একই গ্রামের খোকন মিয়ার ছেলে মোক্তার হোসেন (২৩)।
পাকুন্দিয়া থানার (ওসি) মো.সারোয়ার জাহান জানান, সোমবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার থানাঘাট এলাকা থেকে ৩০পিচ ইয়াবাসহ তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা দুজনেই ইয়াবা কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে শরীয়ত উল্লাহ ওরফে দুদুর কাছ থেকে ২৫পিচ ও মোক্তার হোসেনের কাছ থেকে পাঁচ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮এর ৩৬(১)এর ১০(ক)/৪০ধারায় মামলা রুজু করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।