তেলবাহী ট্রেন লাইনচ্যুত; ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ

সিলেট মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে ট্রেনটি সিলেট যাওয়ার পথে শ্রীমঙ্গলের সাতগায় নামক এলাকায় লাইনচ্যুত হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার শাখাওয়াত হোসেন গণমাধ্যমকে জানান, বেলা ১২টার দিকে শ্রীমঙ্গল সাতগাঁও রেলওয়ের স্টেশেনের অদুরে চাঁনমারী এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা ৯৫১ নম্বর তেলবাহী ট্রেনটির চারটি বগি, একটি পাওয়ারকার এবং পেছনে থাকা একটি সাহায্যকারী ইঞ্জিন লাইনচ্যুত হয়।
এদিকে তেলবাহী ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে যাওয়ার সময় লাইনচ্যুত হওয়ায় বর্তমানে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ আছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ