সুদানের বিখ্যাত কারী ও হাফেযে কুরআন শায়খ নূরীন মুহাম্মদ সিদ্দিক সড়ক দুর্ঘটনায় গতকাল (৬ নভেম্বর) জুমাবার ইন্তেকাল করছেন ৷ আরবী একটি ওয়েব সাইটের তথ্য থেকে জানা যায়, তিনি দেশটির ওমদুরমান থেকে ১৮ কিলোমিটার দূরে উত্তর রাজ্যের ওয়াদি হালফা থেকে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরো তিনজন হাফেজে কোরআনেরও ইন্তেকালের খবর পাওয়া গেছে।
ক্বারী নুরীন মুহাম্মদ আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় ৪৩ টি দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিলেন। বিভিন্ন রেওয়ায়েতে সুমধুর সুরে পবিত্র কুরআন তিলাওয়াতে তিনি প্রসিদ্ধ লাভ করেন ৷ খুরতুম ও দেশের বাইরেও তিনি কান্নাভেজা কণ্ঠে পবিত্র মাহে রমজানে তারাবীতে কুরআন তিলাওয়াত করতেন।
সুদানের চ্যানেলগুলোতেও তিনি নিয়মিত তিলাওয়াত করতেন ৷ পৃথিবীখ্যাত এই ক্বারীর ইন্তেকালে সুদানের ধর্মমন্ত্রী উস্তায নাসরুদ্দীন মুফরিহ শোকবার্তা প্রকাশ করেছেন ৷
তথ্যসুত্র : https://alhakim.net/