আশরাফুল হাসান মোরাদ
পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নকে পাকুন্দিয়া থানার ৭নং পুলিশিং বিট হিসেবে ঘোষণা করেন পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহান।
‘মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক, জঙ্গি, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইমসহ সামাজিক অবক্ষয় প্রতিরোধে আজ শুক্রবার সন্ধ্যায় বুরুদিয়া ইউনিয়নের বটতলা বাজার মোড়ে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন আহুতিয়া তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, বিট অফিসার এসআই শাহিন মিয়া ও এসআই রায়হানুল ইসলাম , বুরুদিয়া ইউনিয়নের দায়িত্বরত চেয়ারম্যান(নাজমুল হুদা), ইউপি সদস্যসহ আরো স্থানীয় ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ওসি সারোয়ার জাহান সকলের উদ্দেশ্য বলেন যে পাকুন্দিয়া উপজেলা হবে টাউট- বাটপার, চিন্তাই, কিশোর গ্যাং, মাদক, নারী দর্শন,ইভটিজিংও সকল প্রকার দূর্নীতি মুক্ত একটি উপজেলা। তিনি মাদক, ইভিটিজিং, ধর্ষণমুক্ত পাকুন্দিয়া গড়তে জনগনের সার্বিক সহাযোগিতা ও সঠিক তথ্যের সাহায্য কামনা করেন।