আকিবুর রহমান: পাকুন্দিয়ার পাটুয়াভাঙ্গা দরগা বাজারে আজ শুক্রবার (৬ নভেম্বর) জুমাবাদ মুসলিম এবং ইসলামের বিরুদ্ধে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মন্তব্যের নিন্দা জানিয়ে এবং ফ্রান্সে মহানবীর (সাঃ) ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ধর্মপ্রাণ সর্বসাধারন বিক্ষোভ মিছিল করেছেন।
পাটুয়াভাঙ্গা ইউনিয়ন আলেম উলামা ও সর্বস্তরের মুসল্লীর আয়োজনে মিছিলটি পাটুয়াভাঙ্গা দরগা বাজার প্রদক্ষিণ করে পরবর্তীতে পাটুয়াভাঙ্গা দরগা বাজার ঈদগাহ মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। চকদিগা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাও: আ: কাদির সিরাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাও: আবুল কাসেম বিপ্লব, মাও : মুহিব্বুল্লাহ, মাও: আবুল কালাম আজাদ,
মাও: ওমর ফারুক, মাও: মোশাররফ হোসেন, মাও : আফজাল হোসাইন, ওয়ালী উল্লাহ আকন্দ, ফয়সাল, জাহাঙ্গীর, হাসান মিয়া প্রমুখ।
এ সময় মিছিলকারীরা ফ্রান্সে মহানবীর (সাঃ) ব্যাঙ্গচিত্র প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ বিক্ষোভ মিছিলে
পাকুন্দিযার ইমাম উলামা ও ধর্মপ্রাণ সর্বসাধারনের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।