জিয়াউল হক বাতেন : কিশোরগঞ্জ জেলার গালিমগাজি দারুস সালাম সালাফিয়া মাদ্রাসায় সংলগ্ন মসজিদে আজ শুক্রবার (৬ নভেম্বর ২০২০) জুমার আযানের পরক্ষণেই বাংলাদেশ ও বিশ্ব মুসলমানদের সার্বিক অবস্থা তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বাংলাদেশ আহেলেহাদীস তাবলীগে ইসলাম এর আমীর শায়েখ মুনীর উদ্দিন। উক্ত মসজিদের ইমাম মো: শফিকুল ইসলাম আবদুল্লাহ নেতৃত্বে জুম্মা নামাজ আদায় করার পর,প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা আহেলে হাদীস তাবলীগে ইসলাম এর কমিটি ঘোষণা করেন।
কিশোরঞ্জ জেলার আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন,এ,আর, এম আবদুল্লাহ, সেক্রেটারী হয়েছেন মো: মাসুদর রহমান। সাংগঠনিক হয়েছেন। নুর এ আলম সিদ্দিক।
পরে কিশোরগঞ্জ সদর উপজেলা ও কটিয়াদী উপজেলার কমিটি ঘোষণা করেন।এতে কিশোরগঞ্জ সদরের আহবায়ক হিসেবে নির্বাচিত হন মো: আল আমিন সিনিয়র আহবাযক আবুল খায়ের মো: ইদ্রিস আলী নির্বাচিত হয়েছেন।
কটিয়াদীতে আমীর হয়েছেন, শায়েখ রফিকুল ইসলাম। পরে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত আহেলেহাদীস তাবলীগে ইসলাম এর বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও অনুসারীরা এবং নতুন দায়িত্বপ্রাপ্ত কমিটি ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী (সা:) এর প্রতি অবমাননার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে।
এতে বক্তব্য রাখেন, খুলনা থেকে আগত অতিথি আমীর শায়েখ মুনীর উদ্দিন। তিনি বলেন, ইসলাম মানবতার ধর্ম, শান্তির ধর্ম এর ধর্মে প্রিয় মহানবী (সা:) কে অবমাননার জন্য তীব্র নিন্দা জানান এরং বিচার দাবী করেন। সকলকে ফ্রান্সের পণ্য বর্জন করার আহবান জানান। কেন্দীয় কমিটির সদস্য, সাংবাদিক আল আমিন আমিনী এছাড়াও নতুন কমিটিতে স্থান পাওয়া নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এতে উপস্থিত ছিলেন,আহেলে হাদীস কিশোরগঞ্জ জেলা শাখার আন্দোলন কমিটির সভাপতি প্রফেসর নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। মানববন্ধন পরিচালনা করেন,অত্র মাদ্রাসার পিন্সিপাল ও মসজিদের ইমাম মো: শফিকুল ইসলাম আবদুল্লাহ।