বিশ্বের দৃষ্টি এখন যুক্তরাষ্ট্রের দিকে। করোনাভাইরাস মহামারীর মধ্যে দেশটিতে আজ প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। পূর্ব উপকূলীয় অঞ্চলে মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৬টায় (বাংলাদেশ সময় বিকাল ৫টায়) নির্বাচনে প্রথম ভোট পড়বে।
দেশটির ৫০টি অঙ্গরাজ্যের ৪২টিতে রিপাবলিকান বা ডেমোক্র্যাট প্রার্থী সুস্পষ্টভাবে এগিয়ে রয়েছেন। তবে আটটি রাজ্যের ভোটাররা কোনো প্রার্থীর দিকেই ঝুলে নেই। এসব রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এ রাজ্যগুলোর দিকেই তাকিয়ে আছেন সবাই।
১২৫টি ইলেক্টোরাল ভোটের অধিকারী আটটি রাজ্যই মার্কিন প্রেসিডেন্টের ভাগ্য নির্ধারণ করে থাকে। আর এ কারণেই এ রাজ্যগুলোকে সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্য বলা হয়। রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের ভাগ্যও রাজ্যগুলোর ওপরই নির্ভর করছে।
সর্বশেষ জনমত জরিপ অনুযায়ী বাইডেন ৫২.২ শতাংশ এবং প্রেসিডেন্ট ট্রাম্প ৪৩.৪ শতাংশ জনসমর্থন পেতে যাচ্ছেন। প্রায় ৯ শতাংশ জনসমর্থন নিয়ে এগিয়ে থাকা বাইডেন বেশিরভাগ সুইং স্টেটে এগিয়ে আছেন। তবে ব্যবধান খুবই সামান্য। জনমত জরিপে বাকি ৪২ রাজ্যে বাইডেন ও ট্রাম্প পরস্পর থেকে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকলেও দোদুল্যমান রাজ্যে তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এসব অঙ্গরাজ্যের ভোটের ফলাফল নির্ধারণ করবে তাদের জয়-পরাজয়।
এবারের নির্বাচন নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন গবেষণা সংস্থা নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রজুড়ে সর্বোচ্চ সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।