
পাকুন্দিয়া বাজার জামে মসজিদ থেকে আজ রবিবার(০১ নভেম্বর) বিকাল ৪:০০ ঘটিকায় মুসলিম এবং ইসলামের বিরুদ্ধে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মন্তব্যের নিন্দা জানিয়ে এবং ফ্রান্সে মহানবীর (সাঃ) ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে পাকুন্দিয়া ইসলাম প্রিয় তৌহিদী জনতা।
পাকুন্দিয়ার সর্বস্থরের ইসলাম প্রিয় তৈহিদি জনতার অংশগ্রহনে সমাবেশ আগে বিক্ষোভ মিছিলটি পাকুন্দিয়া বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পরবর্তীতে পাকুন্দিয়া বাজার পাটমহল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে করেন।
সামবেশে বক্তব্য রাখেন মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মুজিবুর রহমান, বরাটিয়া আলিম মা্দ্রাসার অধ্যক্ষ মা্ওঃ আসাদ উল্লাহ, মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক জননেতা আবুল কাশেম বিপ্লব, মির্জপুর আলীম মাদ্রাসার সহকারী অধ্যপক মাহবুবুল হক ফারুকী, পাকুন্দিয়া মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদে সভাপতি ফকির মাহবুবুল আলম, পাকুন্দিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শেখ মোঃ কামাল উ্দ্দিন্য।
আরো উপস্থিত ছিলেন শৈলজানি আলিম মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনেনেতা আব্দুল জব্বার। সঞ্চালনায় ছিলেন মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক জননেতা জনাব আ.ন.ম আব্দুল্লাহ মোমতাজ প্রমুখ।