পাপ্র ডেস্ক : মহিউদ্দিন আহমেদ মহি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চতুর্থ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত বাফুফের চতুর্থ সহ-সভাপতি পদের পুন:নির্বাচনে সমন্বয় পরিষদের প্রার্থী মহিউদ্দিন মহি ৬৭-৬৩ ভোটে স্বতন্ত্র প্রার্থী তাবিথ আউয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন।
গত ৩ অক্টোবর বাফুফের বহুল আলোচিত নির্বাচনে তিনজন সহ-সভাপতি নির্বাচিত হলেও সমান ৬৫টি করে ভোট পেয়ে টাই করেছিলেন বাফুফের সর্বশেষ কমিটির দুই সহ-সভাপতি মহি ও তাবিথ। ফলে চতুর্থ সহ-সভাপতি পেতে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন’কে পুনঃভোটের ব্যবস্থা করতে হয়।
সেই অনুযায়ী শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ভোটগ্রহণ পর্বে বাফুফের ১৩৯ জন কাউন্সিলরের মধ্যে ১৩০ জন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। যেখানে তারা বেছে নেন মহিউদ্দিন আহমেদ মহিকেই। .