অঙ্কুর মামুনের কবিতা
মাথার উপর জ্বলে চাঁদ
অঙ্কুর মামুন
আমি ভীষণ ক্লান্ত,
ক্লান্ত মনে প্রাণে
কত যন্ত্রনা বুকের খাঁচায়,
অন্তরযামী জানে।
মাথার উপর জ্বলে চাঁদ,
চাঁদের কী যে আলো
বেজায় রকম একলা আমি,
স্বপ্ন পুড়ে কালো।
বুকের ভিতর ঠান্ডা দহন
বাড়ছে ধিকিধিকি,
দুধ সাদা চাঁদ কালো লাগে
আমি যদি দেখি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ