তিন-তিনবার জুয়াড়ির প্রস্তাব পেয়ে আইসিসিকে না জানানোর খেসারত দিতে হয়েছে সাকিব আল হাসানকে। এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। গত বছর ২৯ অক্টোবর দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিল ক্রিকেটার সাকিব আল হাসান । এক বছর স্থগিত হয় নিষেদজ্ঞা, যার ফলে আজ থেকে তিনি মুক্ত। যুক্তরাষ্ট্র থেকে নভেম্বরের শুরুতে তার দেশে ফেরার কথা রয়েছে।
বিসিবির আয়োজনে পাঁচ দলের টি ২০ টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে ফিরবেন সাকিব। সাকিবের ক্রিকেটে প্রত্যাবর্তন উপলক্ষে মঙ্গলবার তাকে সংবর্ধনা দিয়েছে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটি। অনুষ্ঠানে সাকিব বলেন, ‘বিসিবির নির্দেশ অনুযায়ী মাঠে নামব। বিসিবির সঙ্গে এ ব্যাপারে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। বাংলাদেশের ক্রিকেটকে আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বল করার চেষ্টা করব। নিজের যতটা সম্ভব সেরা খেলা উপহার দিয়ে যাব।
নভেম্বরে পাঁচ দলের টি ২০ টুর্নামেন্ট দিয়ে মাঠে নামছেন সাকিব। এ বছর অক্টোবর-নভেম্বরে শ্রীলংকা সফরে দ্বিতীয় টেস্টে ফেরার কথা ছিল তার। কিন্তু কোয়ারেন্টিন জটিলতায় তা বাতিল হয়ে যাওয়ায় এ বছর আর জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না তাকে।