স্টাফ রিপোর্টার : ফ্রান্সে বিশ্বনবী সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আজ সোমবার (২৬ অক্টোবর) আসরের নামাজের পর কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ সংলগ্ন ব্রিজে মাদানী ফাউন্ডেশনের উদ্দোগে মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মাওলানা মীযানুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী ফাতিমাতুযযাহরা রা. মহিলা মহিলা মাদ্রাসা ও দারুল উলুম সতালের প্রিন্সিপাল জমিয়ত নেতা মাওলানা মুহাম্মাদুল্লাহ জামী,
মাওলানা আব্দুল্লাহ আল হাসান।
মাওলানা শফিকুল ইসলাম, বিশিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুফতি শরীফ জামী,
মাওলানা লিয়াকত আলী, মাওলানা জয়নুল আবেদীন, মসজিদে হামিদার খতিব মুফতি মাছুম জামী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘ফ্রান্স সরকারের সহযোগিতায় ম্যাগাজিন শার্লি এবদো কর্তৃক বিশ্ব মানবতার শান্তির দূত মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর কার্টুন প্রচার করে মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। বাকস্বাধীনতার নামে এমন জঘন্যতম অন্যায় কোনোভাবেই মেনে নেয়া যায় না। বিশ্বনবীর অবমাননার ঘটনা অসভ্যতাকেও হার মানিয়েছে। বক্তারা ফ্রান্স সরকারের এ ঘৃণ্য কাজের তীব্র নিন্দা জানান।