স্টাফ রিপোর্টার :পাকুন্দিয়া এগারসিন্ধুর ইউনিয়নের বারাবর মধুমতির বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ আজ সোমবার (২৬ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজ সেবক ও সৌদি প্রবাসী শাহাব উদ্দিনের সৌজন্যে,
স্থানীয় ব্যাবসায়ী আতিকুল ইসলাম তাইজুদ্দিন কাজীর সভাপতিত্বে আয়োজিত এ নৌকা বাইচে বিজয়ীদের পুরস্কার হিসেবে দেওয়া হয় ১ টি ফ্রিজ ও ১ টি টিভিসহ বিভিন্ন উপহার সামগ্রী।
এনামুল হাসান রাজিবের সঞ্চালনায় এ নৌকা বাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ নেতা ফজলুল করিম মূর্শিদ, এ আয়োজনের উদ্বোধন করেন জাহাঙ্গীর আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এখলাছ উদ্দিন, রিপন মেম্বার,আতিকুল ইসলাম স্বপন,এনামুল হাসান, গোলাপ মিয়া, কাশেম মিয়া, কাজল মিয়া, দ্বীন ইসলাম প্রমুখ।
এ নৌকা বাইচ প্রতিযোগীতায় আশেপাশের ১৬ টি নৌকা অংশগ্রহন করে। প্রতিযোগীতায় প্রথম স্থান হিসেবে বিজয়ী হয়েছেন মিরার টেকের সুমন মেম্বারের নৌকা, দ্বিতীয় স্থান হয়েছেন বারাবরের গোলমুর্শিদের নৌকা। তৃতীয় স্থান অধিকার করেন পাবদা গ্রামের শাহাবুদ্দিনের নৌকা পাবদা।
গ্রাম বাংলার ঐতিহ্য এ নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে আনন্দে মেতেছিল এলাকাবাসী। বিপুল সংখ্যক মানুষ কেউ ছোট নৌকা নিয়ে নদীতে , কেউ রাস্তায় দাঁড়িয়েও উপভোগ করেন নৌকা বাইচ।