
স্টাফ রিপোর্টার : পাকুন্দিয়ায় আনোয়ারখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন (সিদ্দিক) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার আনোয়ারখালী নিজ বাড়ীর সামনে রাষ্ট্রীয় মর্যাদায় সরকারের পক্ষ থেকে স্যালুট ও গার্ড অব অনার দেওয়া হয়।
স্যালুট ও গার্ড অব অনার দেওয়ার সময়
উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা ভূমি অফিসার এ,কে, এম লুৎফুর রহমান ও পাকুন্দিয়া থানা পুলিশের একটি চৌকষ দল।
এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন- আহবায়ক মোতায়েম হোসেন স্বপন, কমিশনার আরিফুল ইসলামসহ এলাকার জনসাধারন।
তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন পাকুন্দিয়া পৌর মেয়র আখতারুজ্জামান খোকন ও ভূমি অফিসার এ,কে,এম লুৎফুর রহমানসহ সর্বস্তরের মানুষ।
উল্ল্যেখ্য, গতকাল রবিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর হঠাৎ তার বুকে ব্যাথা অনুভব করেন। পরপরই তিনি তার নিজ বাড়ীতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ সোমবার স্যালুট গার্ড অব অনার ও জানাযার শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি দুই ছেলে স্ত্রী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।