বিনোদন ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সেরা ব্লকবাস্টার ছবি ধরা হয় ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’কে।
‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’তে অভিনয়ের সুবাদে বলিউড ইন্ডাস্ট্রির সেরা জুটির তকমা পান শাহরুখ-কাজল জুটি। আদিত্য চোপড়া পরিচালিত ছবিটি গত ২০ অক্টোবর ২৫ বছর পূর্ণ করেছে।
‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সারা বিশ্বব্যাপি ফের মুক্তি দেওয়া হবে এটি। ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনের অ্যাসোসিয়েশন ভাইস প্রেসিডেন্ট মিস্টার নেলসন ডি’সুজা বিষয়টি নিশ্চিত করে জানান, “১৯৯৫ সালে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ যখন মুক্তি দেওয়া হয়েছিলো সেসময় সকলেই এটির প্রেমে পড়ে গিয়েছিলো। একইসঙ্গে ছবিটি জয় করে নিয়েছিলো দর্শকদের হৃদয়। তাই আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি, ছবিটি মুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আবারও সারা বিশ্বব্যাপি মুক্তি দেওয়া হবে এটি। যাতে করে বিশ্বের সকলেই ছবিটি দেখার সুযোগ পায়।”
দুবাই, সৌদি আরব, যুক্তরাজ্য, কানাডা, মরিসাস, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি, নরওয়ে, স্পেন, সুইজারল্যান্ড, এস্টোনিয়া, ফিনল্যান্ড দেশগুলো দিয়েই শুরু হবে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ফের মুক্তি।