রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৪২
পাপ্র ডেস্ক : রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জানা যায় গ্রেফতারকৃত সবাই মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত।
গতকাল শনিবার (২৪ অক্টোবর) সকাল ৬টা থেকে আজ রবিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিকেশন রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ছয় হাজার ৫৫৩ পিস ইয়াবা, ৮৬ গ্রাম হেরোইন, ছয় কেজি ৭৮০ গ্রাম গাঁজা, ৩০টি ইনজেকশন ও ১৫৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ