সিলেটে রায়হান হত্যা মামলায় কনস্টেবল হারুনের ৫ দিনের রিমান্ড
সিলেটের নেহারিপাড়া এলাকার পুলিশি নির্যাতনে রায়হান নিহতের ঘটনায় সাময়িক বরখাস্ত বন্দর বাজার ফাঁড়ির কনস্টেবল হারুনুর রশিদকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ শনিবার তাকে আদালতে তোলা হলে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন জানানো হলে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
উল্ল্যেখ্য, গত ১১ অক্টোবর সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে ধরে নিয়ে টাকার জন্য অমানবিক নির্যাতন করা হয় নগরীর নেহারিপাড়া এলাকার বাসিন্দা রায়হানকে (৩৩)। পরে ভোরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় রোববার দিবাগত রাতে সিলেট কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ