কাফনের কাপড় পরে আমরণ অনশনে প্যানেল প্রত্যাশীরা
পাপ্র ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ প্রত্যাশীরা কাফনের কাপড় পরে আমরণ অনশন কর্মসূচিতে নেমেছেন। গত ৪ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি শুরু করেছেন তারা।
আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। এর আগে ১০ দিন প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সহকারী শিক্ষক নিয়োগে প্যানেল প্রত্যাশীরা। তারা প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনেও প্রতিবাদ সমাবেশ করেছেন। নির্দেশনা অনুযায়ী, দাবি সংবলিত কাগজপত্র জমাও দিয়েছেন অধিদফতরে।
নিয়োগপ্রত্যাশীরা বলেন, ২০১৮ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় সারা দেশ থেকে প্রায় ২৪ লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। তাই মুজিববর্ষে প্যানেল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী প্রার্থীদের নিয়োগের দাবি জানান তারা।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ