সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমান বন্দরে ৬৮টি স্বর্ণের বার জব্দ
/ ১৩৫ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০, ৭:৪৫ অপরাহ্ণ

পাপ্র ডেস্ক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে প্রায় ৮ কেজি ওজনের ৬৮টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।

জানা যায়, বিজি-০২৮ ফ্লাইটটি আবুধাবি থেকে শুক্রবার সকালে ঢাকায় এসেছিল।  শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বর্ণগুলোর ওজন ৭.৮৮৮ কেজি।  এর বাজারমূল্য আনুমানিক চার কোটি ৭৩ লাখ টাকারও বেশি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালকের কাছে আসা এক গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করতে থাকেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। পরে সকাল ১০টা ২০ মিনিটে আবুধাবি থেকে আসা বিজি-০২৮ ফ্লাইটে তল্লাশি চালানো হয়।

এতে আরও বলা হয়, তল্লাশি চালানোর সময় ফ্লাইটটির চারটি সিটের নিচে অভিনব কায়দায় লুকানো ৬৮টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং এ বিষয়ে একটি ফৌজদারি মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ