
আকিবুর রহমান: পাকুন্দিয়া পাটুয়াভাঙ্গার কলাদিয়া সমাজ কল্যাণ সংঘ ও পাঠাগারের উদ্বোধন ও মত বিনিময় সভা আজ শুক্রবার ২৩ অক্টোবর কলাদিয়া বাজারে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উপদেষ্টা ও শিক্ষাবিদ মো: নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন কিশোরগঞ্জ সরকারি গন-গন্থাগারের গ্রন্থাগারিক আজিজুল হক সুমন।
কবি ও গণমাধ্যমকর্মী সুলতান আফজাল আইয়ূবীর সঞ্চালনায় এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গুরুদয়াল সরকারি কলেজের প্রভাষক এইচ এম মাহফুজ, ঐতিহ্যবাহী নূর হোসাইনী আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক সাইদুজ্জামান দুলাল, শিমুলিয়া স্কুল & কলেজের প্রভাষক একরাম হোসেন মানিক,কলাদিয়া বাজার বণিক সমিতির সাবেক সভাপতি হামির উদ্দিন, আসাদুজ্জামান, নজরুল ইসলাম, আল মামুন মিসকিন প্রমুখ।

সনদ প্রদান করছেন জেলা লাইব্রেরিয়ান
শুভেচ্ছা বক্তব্য রাখেন তারুণ্য রক্তদাতা সংগঠনের সভাপতি নাইমুল ইসলাম সাগর, আয়োজিত সংগঠন কলাদিয়া সমাজ কল্যাণ সংঘ পাঠাগারের সভাপতি আজহারুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির সাগর, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।