শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সারাদেশে স্থানীয় সরকারের ২০০ নির্বাচন আজ
/ ১২৫ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০, ৬:০৯ পূর্বাহ্ণ

পাপ্র ডেস্ক : করোনা মহামারীর মধ্যেই জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের দুই শতাধিক প্রতিষ্ঠানে সাধারণ ও বিভিন্ন পদে উপনির্বাচনের ভোট গ্রহণ হবে আজ। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। তবে শুধু জেলা পরিষদের ভোট হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এদিকে নির্বাচন কমিশন এসব নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে।

নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সব নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের  মোতায়েন করেছে কমিশন। এ ছাড়া জুডিশিয়াল ম্যাজিট্রেটও নিয়োগ করেছে ইসি। এসব নির্বাচন অনুষ্ঠানে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান ইসির পরিচালক (জনসংযোগ) যুগ্ম-সচিব এস এম আসাদুজ্জামান।

তিনি জানান, দেশের ১৫টি ইউনিয়নে সাধারণ, ১৭৭টি ইউনিয়নে বিভিন্ন শূন্য পদে উপ-নির্বাচন, একটি উপজেলায় সাধারণ, ৮টি উপজেলায় বিভিন্ন পদে উপনির্বাচন এবং ৭টি জেলা পরিষদে বিভিন্ন পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন ও উপজেলায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ ভোট চলবে। তবে জেলা পরিষদের ভোট হবে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত।

এদিকে নির্বাচন উপলক্ষে জেলা উপজেলা পরিষদে নির্বাচনের সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ