
পাপ্র ডেস্ক : আজ সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির তৈমুর আলম খন্দকার।
আজ সোমবার সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার রূপসীর খন্দকার বাড়িতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা তৈমুর আলম খন্দকারের জন্মদিন এবং খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় আয়োজিত দোয়া মাহফিলে মান্না বক্তব্য দেওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে।
তৈমুর আলম খন্দকার সাংবাদিকদের জানান হামলায় তাঁর মেয়ে ব্যারিস্টার মারিয়াম খন্দকারসহ অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। অনুষ্ঠান চলার সময় হেলমেট পরে রামদা, লাঠিসোঁটাসহ ৪০-৫০ লোক অনুষ্ঠানে হামলা করে চারটি গাড়ি, মোটরসাইকেল, অনুষ্ঠানের মঞ্চ, সাউন্ড সিস্টেম ও চেয়ার ভাঙচুর করেন। হামলায় উপজেলা মহিলা দলের নেত্রী ফাতেমা, বিএনপির নেতা পিন্টু আহমেদ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম আহত হয়েছেন।
এদিকে অনুষ্ঠানে হামলার মত কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন রূপগঞ্জ থানার (ওসি) মাহমুদুল হাসান। তিনি গনমাধ্যমকে জানান, ‘সাংসদ গোলাম দস্তগীর গাজীর বাড়ির পাশেই তৈমুর আলম তাঁর বাড়িতে অনুষ্ঠান করছিলেন। অনুষ্ঠানে সরকারবিরোধী বক্তব্য দেওয়ায় সেখানকার আওয়ামী লীগের নেতা-কর্মীরা অনুষ্ঠানে সরকারবিরোধী বক্তব্য দিতে নিষেধ করতে গিয়েছিলেন।
ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা আছেন। তাঁরা ভাঙচুর বা আহতের কোনো ঘটনা দেখেননি। এ বিষয়ে কোনো অভিযোগও পাওয়া যায়নি।
এ দিকে হামলার প্রতিবাদে আগামীকাল ২০ অক্টোবর ২০২০, মঙ্গলবার, সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে নাগরিক ঐক্য।