
স্টাফ রিপোর্টার : পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপুজা ২০২০ এর প্রস্তুতিমূলক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ সোমবার বেলা ১২ টায় অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতি এ সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম লুৎফুর রহমান, পাকুন্দিয়া উপজেলা পরিষদের প্যানেলচেয়ারম্যান-১মোঃ হারুন অর রশিদ জুয়েল, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান শামছুন্নাহার, উপ-পুলিশ পরিদর্শক মিজানুর রহমান, পাকুন্দিয়া উপজেলা শাখার পূজা উদযাপন কমিটির সভাপতিগোপাল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎদেবনাথ (নারায়ন), জাংগালিয়া ইউপিচেয়ারম্যান সরকার শামীম আহমেদ, সুখিয়া ইউপি চেয়ারম্যান আঃ হামিদ টিটু, চরফরাদী ইউপিচেয়ারম্যানমো. কামাল উদ্দিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. হারুন অর রশীদ, উপজেলার ১৩টি পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক বক্তব্য প্রকাশ করেন। উল্লেখ্য, পাকুন্দিয়া উপজেলায়মোট ১৩টি পূজা দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
করোনা ভাইরাসের কারনে স্বাস্থ্য বিধিমেনে এবার সীমিত পরিসরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।