শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সকালের কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা
/ ১৩৯ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০, ৬:২৯ পূর্বাহ্ণ

আনোয়ার হোসেন আব্দুল্লাহ

শিশির ভেজা ঘাস আর কুয়াশার চাদর আমাদেরকে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। আশ্বিনের টানা বৃষ্টি শেষে গত ক’দিন ধরে শেষ রাতে কিছুটা শীত পড়তে শুরু করেছে। সেই সাথে সকালে কুয়াশার দেখা মিলছে চারদিকে। তবে দিনের বেলায় ঘটছে শীতের ঠিক বিপরীত,এক ধরনের ভ্যাপসা গরম।

রাতভর টুপটাপ কুয়াশা ঝরছে। সকালের পরে কুয়াশা কেটে উঁকি দিচ্ছে সূর্য।
এবছর শীতের আগমন আশ্বিনের শুরুতেই। প্রতিদিন রাত ও ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে গ্রাম বাংলা, সকালে পথঘাট হালকা কুয়াশার চাদরে ঢেকে যায়। আমন ধানের পাতা আর ঘাসের ওপর ঝরছে শিশির কণা। শিশির ভেঙে চাষি ছুটে যান সবুজ ধানের ক্ষেতে। রোদের আলোয় ঘাসের ওপর ঝরে পড়া শিশির বিন্দু চকচক করে ওঠে।

কার্তিকের সকালের ঘনকুয়াশা

আবহাওয়াবিদদের মতে, আশ্বিন মাসের শেষ সময়ে মৌসুমি বায়ু কম সক্রিয় থাকায় ও উত্তরীয় বায়ুর কিছুটা প্রভাব থাকায় শেষ রাতে শীত নেমে এলে ঠাণ্ডা অনুভূত হয়। বিশেষ করে মৌসুমি বায়ু যখন বাংলাদেশের ওপর আর সক্রিয় থাকবে না তখন হালকা ধরনের শীত পড়বে।

শিক্ষার্থী, ৮ম শ্রেণী পাকুন্দিয়া।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ