নিজস্ব প্রতিনিধি : আজ ১৭ অক্টোবর রোজ শনিবার সকালে সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে স্থানান্তরের দাবিতে গুরুদয়াল সরকারি কলেজের কর্মচারীরা কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেন।
মানববন্ধনে কর্মচারীরা সরকারের প্রতি ৫টি দাবি জানান। সেগুলো হলো
১) সরকারি কলেজে নিয়োগপ্রাপ্ত বে-সরকারি কর্মচারীদেরকে নিয়োগের তারিখ হতে চাকুরী সরকারি করণ করতে হবে।
২) চাকুরী সরকারি হওয়ার পূর্ব পর্যন্ত স্ব পদের বেতন ভাতাদি সরকারি স্কেল অনুযায়ী দেয়ার ব্যবস্থা করতে হবে।
৩) চলমান কর্মচারীর চাকুরী সরকারি না হওয়া পর্যন্ত নতুন নিয়োগ বন্ধ রাখতে হবে।
৪) নতুন পদ সৃষ্টি করে আমাদের স্ব স্ব পদে নিয়োগ দিতে হবে।
৫) কর্মরতদের নিয়োগের ক্ষেত্রে বয়সের কোন উর্দ্ধসীমা করা যাবে না।
এতে বক্তব্য রাখেন বেসরকারি কর্মচারী পরিষদের সভাপতি জসিম উদ্দিন, সহ সভাপতি আতাউর রহমান, সম্পাদক মোস্তাকিম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মমিন, সদস্য খাইরুল ইসলাম, মোঃ বাবুল, মোঃ রুহুল আমিন, মোঃ কাউছার প্রমুখ।