পাকুন্দিয়ায় আলুর বাজার স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট পরিচালনা
স্টাফ রিপোর্টার : আলুর বাজার মূল্য ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে ওঠায় নিত্য প্রয়োজনীয় এ আলুর বাজার মূল্য স্থিতিশীল রাখতে আজ ১৬ অক্টোবর বৃহস্পতিবার পাকুন্দিয়া পৌরসভা বাজার ও মির্জাপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান।
তিনি আলুর খুচরা ও পাইকারী মূল্য সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি না করতে সতর্ক করেন ব্যবসায়ীদেরকে।
কৃষি পণ্যের বাজার নিয়ন্ত্রণে কাজ করা সরকারি সংস্থা “কৃষি বিপণন অধিদপ্তর” কেজিপ্রতি আলুর দাম হিমাগার পর্যায়ে ২৩ টাকা, পাইকারি পর্যায়ে ২৫ টাকা এবং খুচরা পর্যায়ে ৩০ টাকা নির্ধারণ করে দিয়েছে।
বেঁধে দেওয়া দামে নিত্যপ্রয়োজনীয় সবজিটির বিক্রি নিশ্চিত করতে সারা দেশের জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে কৃষি বিপণন অধিদপ্ততর।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ