বাংলাদেশ ছত্রলীগ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শাখার সার্বিক দিকনির্দেশনায় কুয়েট ছাত্রলীগ কর্মী সাকলাইন অাফ্রিদী দুর্জয়ের একান্ত উদ্যোগে শিক্ষিত ও সচেতন যুবসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মোমবাতি প্রজ্জলন কর্মসূচি পালিত হয়েছে
গতকাল (১৩ অক্টোবর) রাতে পাকুন্দিয়া উপজেলার নারান্দী উচ্চ বিদ্যালয়র কেন্দ্রীয় শহীদ মিনারে ধর্ষণবিরোধী মোমবাতি প্রজ্জলন করা হয়।মোমবাতি প্রজ্জলন শেষে নারান্দী ঐকতান যুব কল্যান সংগঠনের কার্যালয়ে ধর্ষণের কারণ ও প্রতিকার বিষয়ে এলাকার শিক্ষিত ও সচেতন যুবকদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অালোচনায় সংগঠনের সভাপতি সাকলাইন অাফ্রিদী দুর্জয়, সহ বিশ্ববিদ্যালয় পড়ুয়া অনেকেই মূল্যবান বক্তৃতা রাখেন।সকলের বক্তৃতার সারমর্ম ছিল একটাই,অবিলম্বে জাতির নিকৃষ্ট কুলাঙ্গার ধর্ষকদের শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করা,এবং ধর্ষনরোধে সামাজিক সচেতনতা জোরদার করা।