আকিবুর রহমান
পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি ব্লকের কৃষকদের আমন ধানের জমিতে পোঁকা দমনের জন্য
আলোক ফাঁদ স্থাপন করা হয়েছে।
আলোক ফাঁদ মুলত আমন ধানের জমির পোঁকা মাকর দমন করতে সহায়তা করে।যাতে করে কৃষকদের জমির ফসল বিষাক্ত পোঁকাগুলো নষ্ট না করতে পারে।
আজ সন্ধায় দক্ষিণ মাইজহাটিতে একজন কৃষকের জমিতে মাইজহাটি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রমিজ উদ্দিন ভুইয়া আলোক ফাঁদ স্থাপন করেন এবং ব্লকের অন্যান্য কৃষকদের আলোক ফাঁদ স্থাপনের জন্য আহবান করেন।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রমিজ উদ্দিন ভুইয়া পাকুন্দিয়া প্রতিদিনকে জানান “আলোক ফাঁদ আমন ধানের জমির জন্য খুবই উপকারী এবং জমির ক্ষতিকর পোঁকা দমন করতে সহায়তা করবে। আমার ব্লকের প্রত্যেক কৃষকদের কে বলে দিয়েছি আলোক ফাঁদ প্রত্যেকের জমিতে স্থাপন করার জন্য”।
আলোক ফাঁদ স্থাপনের এ কর্মসুচীতে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোঃ দুলাল মিয়া,মাইজহাটি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান জুয়েল প্রমুখ।