প্রাপ্র ডেস্ক: সহকারী শিক্ষক হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবেদনকারী প্রার্থীরা প্যানেলভুক্ত নিয়োগের দাবিতে আন্দোলনে নেমেছেন। আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘোষণা না দেয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। এসব প্রার্থী আবেদন করলেও কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। ভাইভা পরীক্ষাসহ চূড়ান্ত ফলে তারা সুপারিশ পাননি।
আন্দোলনকারীরা বলেন, গত ৬ বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয় একটিমাত্র শিক্ষক নিয়োগ সম্পন্ন করা হয়েছে। ২০১৮ সালের একমাত্র ওই পরীক্ষায় ২৪ লাখ প্রার্থী অংশগ্রহণ করেন। তারমধ্যে ৫৫ হাজার লিখিত পরীক্ষায় পাশ করলেও ১৮ হাজার ১৪৭ জন চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে প্রায় ৩৭ হাজার ১৪৮ জন নিয়োগ থেকে বঞ্চিত হন। আন্দোলনকারীরা নিয়োগ বঞ্চিতদের নিজেরাই প্যানেল ঘোষণা করে সেটি থেকে নিয়োগের দাবি করেন।