সাহেদ করিমকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
চট্টগ্রামে ৯১ লাখ টাকার প্রতারণা মামলায় বিতর্কিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে ৪ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
আজ রবিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এ আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী ধীতিমান আইচ রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতারণা মামলায় রিজেন্ট চেয়ারম্যান সাহেদের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
জানা যায়, ঢাকায় রুট-পারমিট পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে গাড়ির যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান মেগা মোটরস থেকে ৯১ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গত ১৩ জুলাই চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় একটি মামলা হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ