বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাকে) এর নতুন পরিচালনা কমিটি বেফাকের আমেলা সদস্যদের ভোটে নির্বাচিত করা হয়েছে। আজ শনিবার (৩ অক্টোবর) সকাল ১০ টা থেকে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় অবস্থিত বেফাক অফিসের পাশে ‘শাহজালাল কনভেনশন সেন্টারে’ আমেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
জানা যায়, আমেলা সদস্যদের ব্যালটবাক্সের মাধ্যমে নির্বাচিত হোন তিনি। এতে নির্বাচন কমিশনার ছিলেন বেফাকের সহ-সভাপতি ও খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার মুহতামিম আল্লামা নূরুল ইসলাম জিহাদী, বেফাকের সহ-সভাপতি ও হবিগঞ্জ শায়েস্তাগঞ্জের মাদরাসায়ে নূরে মদিনা এর মুহতামিম আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী ও বেফাকের আরেকজন সহ-সভাপতি, রাজধানীর ঢালকানগর মাদরাসার মুহতামিম আল্লামা জাফর আহমদ।
এতে বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন রাজধানীর যাত্রাবাড়ী বড় মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মাহমুদুল হাসান, সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত বারিধারা মাদ্রাসার আল্লামা নূর হোসাইন কাসেমী ও মহাসচিব নির্বাচিত হন মাওলানা মাহফুজুল হক।
আল্লামা আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের আমেলা বৈঠকে উপস্থিত ছিলেন, বেফাকের সহ-সভাপতি আল্লামা নুর হোসাইন কাসেমী, আল্লামা মাহমুদুল হাসান, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস,ময়মনসিংহের মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, মধুপুরের পীর মাওলানা আব্দুল হামীদ, আল্লামা নূরুল ইসলাম জিহাদী, আল্লামা সাজিদুর রহমান, আল্লামা জুনায়েদ বাবুনগরী, মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী, চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ রেজাউল করীম, বেফাকের সহকারী মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মুফতি মিজানুর রহমান সাঈদ, ঢালকানগরের মাওলানা জাফর আহমদ,সিলেটের মাওলানা মুসলেহুদ্দীন রাজু, মাওলানা আতাউল্লাহ ইবনে হাফিজ্জী, মাদারীপুরের মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরিদী, বেফাকের সহকারী মহাসচিব মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা নূরুল আমিন, মাওলানা কেফাযেতুল্লাহ আজহারী, মাওলানা মুবারাকুল্লাহ, বেফাকের কোষাধ্যক্ষ মুফতি মুনীরুজ্জামান, মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদী প্রমূখ।