বাংলাদেশের গ্লোব ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তৈরি ভ্যাকসিন করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে সক্ষম বলে এ তথ্য জানিয়েছে মার্কিন জার্নাল বায়োআর্কাইভ।
গ্লোব বায়োটেক লিমিটেডের ডা. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আমরা আমাদের টিকা প্রাণীর দেহে সফলভাবে পরীক্ষা করতে সক্ষম হয়েছি। আমরা এখন প্রায় মানুষের দেহে ক্লিনিকাল ট্রায়ালের দ্বারপ্রান্তে পৌঁছেছি।
তিনি জানান, তারা শিগগিরই প্রাক-ক্লিনিকাল ট্রায়ালগুলোর প্রতিবেদন সিআরও-এর কাছে জমা দেবে। এরপর বিএমআরসির কাছে হিউম্যান ট্রায়ালের জন্য আবেদন করা হবে।
টিকা নিয়ে সংস্থাটির পরিকল্পনার বিষয়ে ডা. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, তারা ক্লিনিকাল ট্রায়ালটি ডিসেম্বরের মধ্যে শেষ করার চিন্তা করছে। কারণ প্রতিটি পরীক্ষা শেষ করতে ২৮ দিন সময় লাগবে।
আগামী বছরের জানুয়ারি থেকে বাণিজ্যিকভাবে এই ভ্যাকসিন ছাড়ার বিষয়ে আশা ব্যক্ত করেন তিনি।
তথ্যসূত্র: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস