শেখ নওয়াফ আল আহমদ কুয়েতের নতুন আমির হচ্ছেন

আজ (বুধবার) কুয়েতের নতুন আমির হিসেবে ক্রাউন প্রিন্স শেখ নওয়াফ আল আহমদ শপথগ্রহণ করবেন। দেশটির উপপ্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদবিষয়ক প্রতিমন্ত্রী আনাস আল সালেহ সংসদ অধিবেশন শেষে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন।
উল্ল্যেখ্য, কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ ৯১ বছর বয়সী এ শাসক
গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
সদ্য মরহুম শেখ সাবাহ আল-আহমদের বৈমাত্রেয় ভাই ক্রাউন প্রিন্স শেখ নওয়াফ আল আহমদ। তিনি অসুস্থ হওয়ার পর থেকে শেখ নওয়াফই সাময়িকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আসছিলেন। বুধবার আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব নিচ্ছেন শেখ নওয়াফ আল আহমদ।
এদিকে আমিরের মৃত্যুতে কুয়েত সরকার মঙ্গলবার থেকেই ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ